কুড়িগ্রাম সমিতির সামাজিক কার্যক্রম নিয়ে উলিপুর ডট কমে প্রকাশিত সংবাদ
কুড়িগ্রামে দ্বিতীয় দফায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতি। গতকাল বুধবার কুড়িগ্রাম সমিতির মহাসচিব জনাব সাইদুল আবেদিন ডলারের নেতৃত্বে উলিপুর ও চিলমারী উপজেলায় বন্যা দুর্গত মোট ৪০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সমিতির মহাসচিব জনাব সাইদুল আবেদিন ডলারে, সমিতির কার্যনির্বাহী সদস্য মোমেনা বেগম, গণকমিটির সদস্য জনাব নূর আমিন, আপন আলমগীর, মাহবুব, রশিদ, হারুন-অর রশিদ, বিদ্যুৎ, বাবু, সোহাগ প্রমুখ।
সংশ্লিষ্ট ত্রাণ ইউনিটটি উলিপুরের সাহেবের আলগা চর, উত্তর খাওরিয়া, হকের চর ও চিলমারী উপজেলার ফেইচকার চর, বাদলের মোড়, নয়ারহাটে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ হিসেবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শুকনা খাবার, বিস্কুট এবং শস্যবীজ বিতরণ সম্পন্ন করেন বলে নিশ্চিত করেন ঢাকাস্থ কুড়িগ্রাম সমাতির দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম রঞ্জু।
De lehrveranstaltung im ws 16/17 referat fertig einstieg in industrie 4.